ইতিমধ্যে করোনাভাইরাস হয়ে উঠেছে চীনের তথা সারা বিশ্বের বৃহৎ মহামারী | জানা গেছে এই ভাইরাসের কারণে চীনে 2000 রের বেশি মানুষ মারা গেছে এবং আক্রান্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ|


এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি এই ভয়ঙ্কর রোগের টিকা কিন্তু আপনি জেনে অবাক হবেন এই ভাইরাস তৈরি করেছিল চীন নিজেই তাও আবার 40 বছর আগে | হ্যাঁ ঠিকই শুনেছেন 40 বছর আগে বায়োলজিক্যাল ওয়ার এর জন্য চীন করোনাভাইরাস তৈরি করেছিল|


এখন মনে প্রশ্ন উঠতেই পারে এই বায়োলজিক্যাল ওয়ার কি? আসলে বায়োলজিক্যাল ওয়ার হল কোন ভাইরাসের মাধ্যমে অন্য দেশকে পুরো ধ্বংস করে দেওয়া |মানে হলো এখানে এক দেশ ভাইরাস তৈরি করবে এবং সেটা অন্য দেশের কোন প্রাণীর মাধ্যমে সে দেশে ছড়িয়ে দেবে | ফলে সেই শত্রুদেশে মহামারী ছড়িয়ে পড়বে এবং সেখানকার মানব জীবন ধ্বংস হয়ে যাবে যা কোন অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের থেকেও বেশি মারাত্মক|


40 বছর আগের চীনের একটি উপন্যাস আইস অফ ডার্কনেস এ করোনাভাইরাস এর উল্লেখ পাওয়া যায় | এখানে উল্লেখ পাওয়া যায় 40 বছর আগে উহান 400 নামক একটি ভাইরাস তৈরি করেছিল চীন 40 বছর আগে যা বায়োলজিক্যাল ওয়ারের পরিকল্পনা ছিল|


তবে এখন যে মহামারী চীনের ছড়িয়ে পড়েছে তা কি এই 40 বছর আগে পরিকল্পিত বায়োলজিক্যাল ওয়ার এর ফলাফল ? চীনকে কি ভোগ করতে হচ্ছে নিজেরই পরিকল্পনা ?আপনি কি মনে করেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানান এবং শেয়ার করুন আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে|